স্টাফ রিপোর্টার::
বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা দু”দিনব্যাপী অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন এবং তা আগামীকাল ১৫ই আগষ্ট রোজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নূল জাকেরীন,এড.মল্লিক মঈনুদ্দিন সুহেল,সেলিম আহমদ,এড. মাসুক আলম,নাদীর আহমদ,এড. শেরেনুর আলী,আকবর আলী,আবুল কালাম আজাদ,আ ত ম মিছবাহ,যুগ্ম সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন,জুনেদ আহমদ,প্রচার সম্পাদক মইিন খান ময়না প্রমুখ।
পরে দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেনের নেতৃত্বে জেলা যুবদল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে এ সময় বক্তব্য রাখেন ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,তফাজ্জল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সুহেল মিয়া,জুয়েল মিয়া,শাহজাহান মিয়া,সহ সাধারন সম্পাদক লুৎফুর রহমান,দপ্তর সম্পাদক এ এস রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোশারফ হোসেন,সদস্য সচিব মহিম উদ্দিন,জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,সদস্য সচিব তারেক মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,সাম্প্রতিক গত ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হয়ে পালিয়ে পাশ্ববর্তী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিগত ১৫ বছরে ফ্যাসিস ভোটার বিহীন অনির্বাচিত আওয়ামীলীগ সরকারের ব্যাপক অনিয়ম,র্দূনীতি,বিদেশে টাকা পাচারসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন গুম,খুন হামলা,মামলার রাজস্ব কয়েম করেছিল তখন দেশের আপামর জনসাধারন অতিষ্ট হয়েছিল। কিন্তু ছাত্র জনতার এক দফার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপি দোসররা দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল। তারা বলেন,বিগত পনের বছরের শাসনামলে দেশে যে গুম খুন এবং দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছাত্রছাত্রীদের যারা গুলি করে পাখির মতো হত্যা করেছে এই শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা সকল হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তাদের ফাসিঁর রায় কার্যকর করতে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।