আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামে পৌর বিএনপি উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে এ সমাবেশ ও মিছিল করা হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডের পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেন। কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিঃ সহ-সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু,পৌর যুবদলের আনিসুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, যুগ্ন আহবায়ক জিয়াউল হক মামুন, পৌর স্বেচ্ছাদলের আহবায়ক মুসফিকুর রানা, সদস্য সচিব তানভীর আহমেদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজার রহমান লিটু প্রমুখ।