মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম
আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মাহে রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে প্রতি বছরের ন্যায় পহেলা রবিউল আউয়াল ৭ সেপ্টেম্বর রাউজানে অনুষ্ঠিত হবে বিশাল স্বাগত র্যালী। এই র্যালী সফল করার লক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার এক প্রাক-প্রস্তুতি সভা ১৩ আগস্ট মঙ্গলবার বিকেলে জলিলনগর আবছার মার্কেটের ২য় তলায় খানকা শরীফে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাওলানা শামসুল আলম হেলালী, আজিজুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মতিন, মাওলানা ফখরুদ্দিন মোজাম্মেল, মাওলানা কাজী খোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক কে এম ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান, মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী, মাওলানা গাজী মোহাম্মদ ফোরকান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সৈয়দ মিয়া, মাওলানা জসিম উদ্দিন, শাহেদুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের অন্যন্যা সম্পাদক-সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট শাখার নেতৃবৃন্দ। সভায় সর্ব সম্মতিতেই প্রতিবছরের ন্যায় এবারও পহেলা রবিউল আউয়াল ৭ই সেপ্টেম্বর পবিত্র মাহে রবিউল আউয়ালের স্বাগত র্যালী অনুষ্ঠিত হবে। র্যালীটি গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী এম এ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় শুরু হয়ে গহিরা, রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে জলিলনগর হাজী আবছার মার্কেটস্থ খানকা শরীফে এসে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হবে।