আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (এ সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে
## ইং ০৩/০৮/২৪ তারিখ এসআই(নিঃ)/দীপ্ত কুমার সিং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট থানাধীন ০১নং মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী মৌজাস্থ মোঃ নুরুল হক (৬০), এর বাড়ীর সামনে ভাটিবাড়ী টু শখের বাজার গামী পাকা রাস্তার উপর হইতে ১২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসান শরিফ বিপ্লব (৪২), পিতা-মোঃ শওকত আলী, মাতা-মোছাঃ হোসনে আরা, গ্রাম- শিবেরকুটি ও আসামী ২। মোঃ এনামুল হক(৪০), পিতা-মৃতঃ ফজলে করিম, মাতা-মোছাঃ আয়েশা বেগম, সাং-উত্তর সাপটানা (মদনের চক), লালমনিরহাট পৌরসভা, ওয়ার্ড নং-০৬, উভয় থানা ও জেলা-লালমনিরহাট দ্বয়কে কে হাতে নাতে গ্রেফতার করেন।
## ইং ১২/০৮/২৪ তারিখ এস.আই (নিঃ)/মোঃ মফিজুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স ও ছাত্রদের সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ জনি সরকার(২১), পিতা-মোঃ বাবুল হাসান, মাতা-মোছাঃ জরিনা বেগম ,সাং-পানিমাচ কুটি (০১নং ওয়ার্ড, ইউপি-ফুলবাড়ী) ও আসামী ২। মোঃ আতাউর আলী (৩৩), পিতা-মোঃ তেছের আলী, মাতা-মোছাঃ আলেয়া বেগম সাং-কুরুসা ফুরুসা (ইউপি-বালারহাট), উভয় থানা- ফুলবাড়ী, জেলা -কুড়িগ্রামদ্বয়কে কে হাতে নাতে গ্রেফতার করেন।
## ইং ১৪/০৮/২৪ তারিখ এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট থানাধীন ০৯নং পঞ্চগ্রাম ইউনিয়নের জুরাবান্দা গ্রামস্থ জনৈক মোঃ লিয়াকত বসুনিয়া (৫৫) এর পরিত্যাক্ত গোডাউনের সামনে কুড়িগ্রাম টু রংপুর মহাসড়ক রাস্তার উপর ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী মো: দুলাল মিয়া(৩৫), পিতা-মোঃ আবির উদ্দিন, মাতা-মোছাঃ দুলালী বেগম ,সাং-হয়বৎ খা (ইউপি-টেপামধুপুর) ,থানা- কাউনিয়া, জেলা -রংপুর কে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।