আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার) কোটা সংস্কার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সদর ও পৌরসভার আলমপুর চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে কাজিপুর উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি গাজী মাজহারুল ইসলাম আনোয়ার, ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে একই দাবিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। উপজেলা ও পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় কাজিপুর উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচারের দাবি জানাই।