আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জের কাজিপুরে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ক্যাম্পাসে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল’টি কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা সদরের দিকে বিভিন্ন স্লোগানের সাথে এগিয়ে আসে। এরপর তারা কাজিপুর উপজেলা সদর মাঠে অবস্থান নেন। এসময় তারা ছাত্র জনতা হত্যার বিচারের দাবি জানান ও সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তুলে ধরে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পিয়াল হাসান, অন্তর, মেহেদী হাসান, সনেট, রফিক, শিশির রানা, মেয়ে শিক্ষার্থীদের মধ্যে লাকি খাতুন, শানু, সারমিন।