শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ার শিবগঞ্জে গণঅধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলার শাখার আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট (শুক্রবার) বিকাল ৫ টায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী চন্দ্রহাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ শিবগঞ্জ শাখার সদস্য সচিব সেলিম সরকার রেজা।
অনুষ্ঠানের ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক প্রশিক্ষন সহ-সম্পাদক এমএসএ মাহমুদ, গণঅধিকার পরিষদ বগুড়া জেলার আহ্বায়ক খোরশেদ আলম, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস কে সুমন, বগুড়া জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ সোহাগ আহম্মেদ, শিবগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক আতোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুব অধিকার পরিষদ ময়দানহাট্টা ইউনিয়ন সভাপতি বায়েজিদ হোসেন, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক হোসেন, টুকু মিয়া, সদস্য আব্দুল আউয়াল, শরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ময়দানহাট্টা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ, ময়দানহাট্টা ইউনিয়ন যুব অধিকার পরিষদের সদস্য বায়েজিদ, রায়হান সোনার প্রমুখ।