মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রকিব।
বৃহস্পতিবার রাতে ধোড়করা বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তরা ব্যাংকের কর্মকর্তার নূরে এলাহী, চিওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মফিজুর রহমান, আবদুর রহমান, মীর হোসেন মীরু,শাজাহান সাজু, সোলেমান মজুমদার, ইউনুছ লিপন, চিওড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুজ্জামান টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম খান, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কাশেম, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান জাহাঙ্গীর, চিওড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মতিন, উপজেলা ছাত্রদল নেতা অনিক চৌধুরী। চিওড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মজুমদার মাছুমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।