হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
`জাতি ধর্ম নির্বিশেষে রক্তদান করবো হেসে হেসে ' এই স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ছোট্ট পরিসরে প্রতিষ্ঠিত হয়েছিলো অনলাইন ভিক্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। কালের পরিক্রমায় হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটি এখন কয়েক হাজার সদস্যের পরিবার।
গত কাল ১৬ আগস্ট, ২০২৪ ইং, রোজ: শুক্রবার, বটতলী বাজার, হৃদয় হোটেল সংলগ্ন । হরিপুর ব্লাড ডোনার সোসাইটি'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হরিপুর ব্লাড ডোনার সোসাইটি'র প্রতিষ্ঠাতা সভাপতি,মো: আকাশ ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম সরকার।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো: আবু তাহের, সাধারন সম্পাদক হরিপুর উপজেলা বিএমপি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও হরিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ,আরো বক্তব্য রাখেন, এডভোকেট নুরুল ইসলাম,আব্দুল হামিদ প্রমোখ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে অত্র স্বেচ্ছাসেবী সংগঠনটির পরিচালক মোঃ আকাশ বলেন, "একজন থেকে গড়ে ওঠা সংগঠন এখন আমাদের প্রায় ৪০০ জন নিয়মিত রক্তদাতার পরিবার।আমরা রক্তের অভাবে আর একটি জীবনও ঝরতে দিব না।"
এছাড়াও তিনি নিঃস্বার্থ ভাবে শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্যে এ সেবাধর্মী কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন দেশের সকল স্বেচ্ছাসেবকদের।
হরিপুর ব্লাড ডোনার সোসাইটি'র মাধ্যমে নিঃস্বার্থভাবে প্রায় ২৫০ এর অধিক রক্তদান করা হয়েছে বলে প্রতিনিধিকে জানান, অনলাইনভিক্তিক এ স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটির সকল সদস্যগণ ।