মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
অদ্য ১৬আগস্ট ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা ২০ ঘটিকার সময় চিরিঙ্গা হাইওয়ে থানা এলাকায় মাতামুহুরি ব্রিজ নামক স্থানে একটি ট্রাক যাহার রেজি : নং-ঢাকা মেট্রো-ট-২২-৬৭১৬, গাড়িটি অজ্ঞাতনামা ড্রাইভার তেল শেয হওয়ার কারণে ট্রাকটির এসি পাম্পে হাওয়া ঢুকলে চালিয়ে নিতে না পারায় পরবর্তীতে চোর ট্রাকটি ফেলে রেখে চলে যায়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ মোবাইল ডিউটি করা কালীন সময়ে সংবাদ পেয়েই উক্ত মোবাইল পার্টি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় ঘটনা স্থল হতে থানা হেফাজতে নিয়ে আসে৷ গাড়ির ভিতরে থাকা কাগজ পত্র যাচাই করে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ কাগজের মধ্যে একটা মোবাইল নম্বর পায়। পরবর্তীতে সেই মোবাইল নম্বরে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ যোগাযোগ করে গাড়িটির প্রকৃত মালিক আনোয়ারা বেগম, স্বামী এনামুল হক জিয়া, গ্রাম-চন্ডিপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা বলে নিশ্চিত হয়। ট্রাকের মালিক আনোয়ারা বেগমের স্বামী এনামুল হক জিয়া জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশকে জানায় যে, উক্ত গাড়িটি অদ্যই অর্থাৎ ১৬আগস্ট ২০২৪ তারিখ ভোর ৪টায় চুরি হয় এবং তারপর থেকে তারা ট্রাকটি বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করে। এ ব্যাপারে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।