মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৬ই আগষ্ট)সন্ধ্যার পরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরের সামনে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহামিদুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য নিজাম উদ্দিন মিলনের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সংগঠনিক সম্পাদক মাহাবুল আলম মিন্টু,যুবদলের আহ্বায়ক আশাদুল ইসলাম, ১ং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,ছাত্রদলের আহবায়ক আল আমিন সরকার।এ সময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।