মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ড্রেস রিপোর্ট
কলারোয়া উপজেলার কুশুডাঙ্গা ইউনিয়নের রায়টা নুরুল ইসলাম (৫০) নামে এক কৃষকের উপরে হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নুরুল ইসলাম।
১৭ আগস্ট শনিবার সকাল সারে ৯ টায় মোঃ বাবু
(৩০) পিং- মোঃ রুহুল আমিন, মোঃ রুহুল আমিন (৫৫) পিং-মৃত ছদর উদ্দিন সরদার, মোঃ আব্দুল
আলিম (৫০) পিং-মৃত ছদর উদ্দিন, মোঃ মুন্না (১৮) পিং-মোঃ আব্দুল আলিম, মোছাঃ শরিফা খাতুন
(৪৪) স্বামী- মোঃ রফিকুল ইসলাম সরদার, পূর্ব পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র গাছ কাটা দা,কাচি,ইট, দিয়ে হামলা চালায় এতে নুরুল ইসলামের মথায় ফেটে যায়। নুরুল ইসলাম এখন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছে।
আহত নুরুল ইসলাম বলেন গ্রামের উত্তর মাঠের মধ্যে নতুন রাস্তায় কালভাটের পাইপ বসানোকে কেন্দ্র করিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা আমার উপর ক্ষিপ্ত হইয়া উঠে।
তিনি আরও বলেন ইউপি চেয়ারম্যান যেখানে দিয়ে পাইপের রাস্তা দেখিয়ে দিয়েছিলো আমি সুধু সেই খানে কাজ করতে বললে তারা আমার উপরে লাঠি গাছ কাটা দা, ইট দিয়ে হামলা চালায় ও আমার হত্যার হুমকি দেই। নুরুল ইসলাম সাংবাদিকদের মাধ্যম দিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও থানা পুলিশের কাছে ন্যায় বিচারের দাবি করেন।
একজন গ্রাম বাসী সাংবাদিকদের জানান নুরুল ইসলাম সকালে নিজের জমির পাশে কালভার্টের পাইপ চেয়ারম্যানের দেখানো যায়গায় করতে বললে অভিযুক্তা নূরুল ইসলামের মাথায় কোপ মারে। পরে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে কলারোয়া হাসপালে নিয়ে যায়।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের পাওয়া যাইনি।
থানার কর্তব্যরত অফিসার সাংবাদিকদের কে জানান এই বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।