আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি ।
লালমনিরহাট জেলা হিন্দু জনগোষ্টির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবেন্দ্র নাথ রায় শিবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের সহ-সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মণসহ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।