তপন দাস, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর সেতু কারখানার পাশের পুকুর থেকে উদ্ধার হওয়া বেওয়ারিশ তরুণীর লাশের পরিবারের সন্ধান পেয়েছে সৈয়দপুর থানা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছাড়ার মাধ্যমে তরুণীর লাশের পরিবারের সন্ধান পাওয়া যায় বলে থানা সুত্রে জানা যায়।
নিহত তরুণী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ২ নং কুর্শা ইউনিয়নের বুড়িরহাট এলাকার রহিমাপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে মোছাম্মদ লিজা আক্তার (২০) এবং স্হানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ ম শ্রেণীর শিক্ষার্থী।
নিহত তরুণীর পরিবার সুত্রে জানা যায় ২০২০ সালে মাঝামাঝি সময়ে লিজা আক্তার হঠাৎ করে মানসিক রোগে আক্রান্ত হয়। এবং এর পর থেকে সে পরিবারের সবার অজান্তেই বিভিন্ন সময়ে বাড়ি থেকে বের হয়ে যেতো এবং আমরা তাকে খোঁজাখুজি করে আবার বাসায় নিয়ে আসি কিন্তু সেদিন সে আবারো হঠাৎই বাড়ির সবার অজান্তেই বাড়ি থেকে বের হয়ে যায় আমরা তাকে অনেক খোঁজাখুজি করে তাকে আর পাইনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজার একটি ছবি সহ বেওয়ারিশ লাশ হিসেবে দেখতে পেয়ে আমরা সৈয়দপুর থানায় যোগাযোগ করি।
এদিকে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন বুধবার বিকেলে তরুনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং লাশ টি সেখানে থাকে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেয়া হলে আজকে তার পরিবারের সন্ধান পাওয়া যায়।
তিনি আরো বলেন তার পরিবার এলে লাশের আইনী সব পক্রিয়া শেষ করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
উল্লেখ্য যে গত বুধবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর সেতু কারখানার পাশের একটি পুকুর থেকে বেওয়ারিশ লাশ হিসেবে নিহত লিজা আক্তারের লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ।