মোঃ রবিউল ইসলাম, বিরামপুর (দিনাজপুর):
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশ ইউনিভার্সিটি শাখার আহবায়ক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মোহাম্মাদ নাজ্জাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
ছাত্রদল নেতা বাদশা মোহাম্মদ নাজ্জাসী সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন। পুলিশের ছোড়া কিছু রাবার বুলেট এবং ছররা গুলি বের করা গেলেও এখনো তার শরীরে ৫০-৬০ টির অধিক ছোড়া গুলি বিদ্যবান।
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে অবস্থিত ছাত্রদল নেতা নাজ্জাসীদের বাড়িতে রবিবার “আমরা বিএনপি পরিবার” এর উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদানে দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, সিনিয়র সহ-সভাপতি ফরিজার তপু, সহ-সভাপতি রাশেদ, বিরামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের আহবায়ক আমীর হামজা, সদস্য সচিব মারুফ রহমান মিঠু, ছাত্রদল নেতা সায়েবিন আলম, হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক বকুল, সদস্য সচিব মুক্তি, ফুলবাড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুহিন সহ বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ি ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।