গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ কবি নন্দিত সাহিত্য সংগঠন’ কবিতার মাটি বাংলাদেশ” সৈয়দপুর-নীলফামারী অঞ্চলের স্থানীয় কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন (১৭ আগষ্ট-২০২৪) শনিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিমবাগান মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি তাইজুল মন্ডল কবিতার মাটি বাংলাদেশ” সৈয়দপুর-নীলফামারী অঞ্চলের স্থানীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামার পুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক জনাব জিকো আহমেদ।
নন্দিত ছড়াকার নূরুন নাহার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী ও কবি শেখ সাইদুল আলম সাজু ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক কাজী মোঃ আনিছুর রহমান, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) নিয়মিত সঙ্গীত শিল্পী জাহিদুল ইসলাম জাহিদ, রফিকুল ইসলাম লিটন, বিশিষ্ট ছড়াকার আবু সালেহ, মীর মোঃ সরওয়ার আলী, ইলিয়াস আলী প্রামানিক, মীর মোঃ আবু হানিফ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক কাজী মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত সকল সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে সৈয়দপুর নীলফামারী অঞ্চলের মোঃ আনোয়ারুল ইসলাম সভাপতি ও নন্দিত ছড়াকার নূরুন নাহার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মোঃ আব্দুল ওয়াহেদ, রাজা, বাসুদেব রায়, মোঃ আজিজুল ইসলাম, মোছাঃ নিলুফা ইয়াসমিন, মহসিন আলী মিঠু, কাজী নজরুল ইসলাম রয়েল, রেজাউল করিম রেজা, রবিউল ইসলাম রবি, আবদুল্লাহ, মোস্তাকিম, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, মনু মিয়া, হাফিজুর রহমান সহ কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।