মোস্তাক আহমেদ ( বাবু ) রংপুর ।
রংপুরের পীরগাছা উপজেলায় আজ সোমবার ১৯/ ০৮/ ২০২৪ ইং তারিখ,২নং পারুল ইউনিয়নের সৈয়দপুর কেরা- মতিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যলয়ের শিক্ষার্থীরা সকাল অনুমান ১১.৪০ ঘটিকার সময় উক্ত স্কুল কমিটি ও পীরগাছা উপ- জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন ও উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ- আবুল কালাম আজাদ এর অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীরা ।
সার জমিনে গিয়ে দেখা যায়:পীরগাছার বাজার হইতে রংপুর গামী পাকা রাস্তায় সকল ধরনের যান-বাহন চলাচল বন্ধ হয়ে যায়,শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের করেন। পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখলে প্রধান শিক্ষক মোঃ- আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের দাবী মেন নেওয়ার আশ্বস্ত করলে । দুপুর অনুমান-১২.২৫ ঘটিকার সময় রাস্তা অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়।
এবং দুপুর অনুমান-১৩.০০ ঘটিকার সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে গিয়ে লিখিত আকারে তাদের দাবী পেশ করেন। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিলেও সেচ্ছায় প্রধান শিক্ষকের পদ থেকে সরে যেতে না চাইলে। দুপুর অনুমান-১৩.৪০ ঘটিকার সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে তার রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। এরপর দুপুর অনুমান-১৪.০০ ঘটিকার সময় প্রধান শিক্ষক সুকৌশলে স্কুল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। সে সময় আনুমানিক প্রায় ১৩০ / ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,পরবর্তীতে শিক্ষার্থীরা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এর অপসারণের দাবি জানিয়ে নির্বাহী কর্মকর্তার অফিসে একট স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে চলে যায়। পরে ১৫.০০ ঘটিকার সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা নিকট স্মারকলিপিটি পেশ করে আন্দোলনকৃত ছাত্রছাত্রীরা যার যার বাসা বাড়িতে চলে যেতে দেখা যায়।
এ বিষয়ে::পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানিয়েছেন এটি পর্যবেক্ষণ করে দেখবেন বলেও জানান তিনি । এবং পীরগাছা থানার অফিসারইনচার্জ সুশান্ত কুমার সরকারের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,আন্দোলনকৃত শিক্ষার্থীদের বিক্ষোভপের পরিবেশ শান্ত করা হয়েছে বলেও জানান