ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী লাহিড়ী বাজারে আগুন লেগে একটি দোকানের প্রায় দশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার লাহিড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এরই মধ্যে শাহিন আলম এর দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে সব মিলিয়ে তার দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশনমাস্টার প্রদিপ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাহিড়ী বাজারে আগুনের সূত্রপাত ঘটে। এতে দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।