মো.মাইনুল ইসলাম: আজ ১৯ শে আগস্ট (সোমবার) বিকেলে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন, ঢাকা জেলা ও সাভার আশুলিয়ার বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,সাভার পৌর,থানা,ও আশুলিয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সাভার পৌর মেয়র ও সাবেক পৌর সভাপতি আলহাজ্ব মো.রেফাতুল্লাহ এবং সাভার পৌর সভাপতি বি,এন,পি মইনুল হোসেন বিল্টু।
আরোও উপস্থিত ছিলেন,সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মো. কফিলউদ্দিন কফিল এবং সাভার উপজেলা বি,এন,পি সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার,
সাভার থানা বিএনপি সভাপতি ও বনগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুদ্দীন সাইফুল,বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাজী আ.গফুর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার উপজেলা,পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানার বি.এন.পির ছাত্রদল,যুবদল এবং সেচ্ছাসেবক দলের এবং তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহতালার দরবারে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।