তপন দাস, নীলফামারী
নীলফামারীতে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এব লুটপাটের অভিযোগে আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা এবং একজন বেসরকারি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি সহ মোট ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এলিন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ও সদর উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ শামিম শাহ্ আলম তমু।
সোমবার বিকেলে নীলফামারী সদর থানায় মামলা টি দায়ের করেন তিনি, এ মামলায় আওয়ামী লীগের ৪১ নেতা সহ অঙ্গাত আরো ১৫০ জনকে আসামি করেন তিনি।
দায়ের করা উক্ত মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহাবুব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্র লীগের সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল এর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম শাহ্ আপেল, সাধারণ সম্পাদক মাছুদ সরকার, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
দায়ের করা মামলার বাদি মোহাম্মদ শামিম শাহ্ আলম তমু অভিযোগ করে বলেন গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন সারাদেশের ন্যায় যখন নীলফামারীতে ও ছড়িয়ে পড়লে ছাত্র জনতা শান্তি পূর্ণ ভাবে মিছিল করতে থাকে, এমতাবস্থায় উল্লেখিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা ওপর হামলা চালায় এবং বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ আমার এলিন এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুট করে, এসময় আমাকে না পেয়ে তারা স্হান ত্যাগের সময় প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এবং অগ্নিকান্ডে আমার নিজস্ব ২ টি মাইক্রোবাস ও ব্যবসা প্রতিষ্ঠানে জিম্মায় থাকা চৌধুরী মোহাম্মদ লিটন আলম ওয়াজের একখানা ব্যক্তিগত কার পুড়ে যায়। এবং এই ঘটনায় দুই লাখ ৫২ হাজার ৭০০ টাকার যন্ত্রণাংশ এবং ৫০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩টি গাড়ি সহ মোট ৫৫ লাখ ৪৭ হাজার ৭০০ টাকার ক্ষয় ক্ষতি হয়।
এবিষয়ে নীলফামারী সদর থানার পরিদর্শক ( তদন্ত) এম আর সাইদ মামলার বিষয় নিশ্চিত করে বলেন সোমবার এই মামলাটি গ্রহণ করা হয়েছে। ঐ মামলায় একজন সাংবাদিক সহ ৪১ জনের নাম উল্লেখ করা সহ আরো অঙ্গাত ১৫০ জনকে আসামি করা হয়।