হৃদয় হাসান ( স্টাফ রিপোর্টার)
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মণিহার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা এবং যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল।
এর আগে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহকারে মিছিল নিয়ে মণিহার চত্বরে সমবেত হতে থাকেন। পরে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি মণিহার চত্বর থেকে শুরু হয়ে আর এন রোড, বস্তাপট্টির মোড়, চৌরাস্তা মোড়, এম কে রোড, চিত্রা মোড়, গাড়িখানা রোড হয়ে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
র্যালিতে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত ১৭ বছর রাজপথের আন্দোলনে থেকে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে সারাদেশে সংগঠনের অসংখ্য নেতকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়ে কেউ মৃত্যুবরণ, কেউবা পঙ্গুত্ববরণ করেছেন।