মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ২০/০৮/২০২৪ ইং
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী এবং বিএনপির যৌথ উদ্যোগে সোমবার (১৯ আগস্ট) অবস্থান ধর্মঘট চলাকালে আটঘরিয়া পৌর মেয়র মোঃ শহীদুল ইসলাম রতন ও উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামের অপসারণের সংবাদে আনান্দ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ দিন সকাল থেকে জামায়াত শিবির নেতাকর্মীরা উপজেলা চত্তর এবং বিএনপি নেতাকর্মীরা পৌর চত্তরে অবস্থান নিয়ে নানা স্লোগানে স্লোগান দিতে থাকে। এ সময় আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান বাতিলের সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা পৌরসভা থেকে আনান্দ মিছিল করে উপজেলা চত্বরে জামাতের সাথে একত্রিত হয়।
পরে উভয় দলের নেতাকর্মীরা আনান্দ বিজয় মিছিল বের করে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা করেন।
এ সময় বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আছিম উ