আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের আহবায়ক জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রুহুল আমিন স্বপন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবুল, যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, ছাত্রদলের সাবেক নেতা আল আমিন, রতন প্রমুখ।
সেলিম রেজা বলেন, বাংলাদেশে স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভারতে আশ্রয় নিয়েছে। স্বৈরাচার পতনের আন্দোলনে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা রক্ত ঝরিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তাদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালবাসা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।