মোঃ মনিরুজ্জামান (মিলন) পাটোয়ারী
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকা উপজেলায় ২ নং ডাউয়াবাড়ী ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে মধ্য নেকবক্ত জামে মসজিদের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তাফিজুর রহমান (খেজুর) সভাপতি বাংলাদেশ জামায়েত ইসলামী ০২ নং ডাউয়াবাড়ী ইউনিয়ন শাখা
উক্ত আলোচনা সভায় মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক ইউনিট সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা ও সাবেক আমির কাঁঠালী ইউনিয়ন শাখা। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ রোকন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গোলাম মোস্তফা সাবেক সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ০২ নং ডাউয়াবাড়ী ইউনিয়ন শাখা।
আব্দুল আজিজ পাটোয়ারী সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৮ নং ওয়ার্ড ডাউয়াবাড়ী ইউনিয়ন শাখা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র শহীদ হয়েছেন এবং অনেক ছাত্র হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সে সকল ছাত্রদের জন্য আমরা দোয়া করব সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবো তারা যেন সুস্থ হয়ে আবারো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এগিয়ে আসতে পারে এ কামনাই করি। বিশেষ অতিথি অধ্যক্ষ গোলাম মোস্তফা বক্তব্য বলেন বাংলাদেশ জামাতে ইসলামী এই সংগঠনটি ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সাথে কাজ করে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়ীয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে এগিয়ে আসতে পারি।
পরিশেষে আলোচনা সভার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন আমরা সকলেই মিলে সুশৃংখল ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর কার্যক্রম পরিচালনা করব ও মানুষের সহযোগিতায় এগিয়ে আসবো এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দলের দিকনির্দেশনা মেনে চলবো দোয়ার মাধ্যমে সভাপতি আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করেন ।