আজ ২০শে আগস্ট মঙ্গলবার, কয়েক দিন ধরে গুমোর গরমের ফলে মাঝে মাঝে কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। কিন্তু গরম এতটুকু কম নয়।
আজ ঠিক দুপুর দুটো নাগাদ হঠাৎ করে কালো মেঘ জমে নামল মুষলধারে বৃষ্টি। রাস্তাঘাট অন্ধকার, টানা এক ঘন্টা বৃষ্টির ফলে ভাসলো কলকাতা। গাড়ি ঘোরায় জ্যামের সৃষ্টি, মানুষজন আটকে পড়েছেন দরকারি কাজে এসে,
কলকাতার বেশ কয়েকটি এলাকায় জল প্লাবিত, এক হাঁটুর উপর কোথাও কোথাও জল জমে আছে আবার কোথাও এক কোমড়, ট্যাক্সিটিকে শুরু করে স্কুটি বাইক জলের জন্য বন্ধ হয়ে গেছে রাস্তার উপর।, স্কুলের ছেলে মেয়েরা আটকে পড়েছেন, এবং যারা কলেজস্ট্রিট বই পাড়ায় বই কিনতে এসেছিলেন তারাও বিপদে পড়েছেন এতটাই জল দেখে, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের মনে ভয় সৃষ্টি হয়েছে।, কারণ এতটাই জল এবং কলকাতা শহর মানেই সারা রাস্তা গর্তে ভরা, হাই স্কুলের ছেলেমেয়েরাও ভয় পাচ্ছেন কি করে পার হয়ে বাড়ি ফিরবেন, আবার কিছু ছেলে মেয়েদেরকে দেখা গেল এরকম বৃষ্টির ফলে সাঁতার কাটতে।
যে সকল এলাকা জনবহুল সেই সকল এলাকায় জল জমার ফলে মার্কেটের বিক্রেতারা বিপাকে বিশেষ করে কলেজ স্ট্রিটের বই পড়ায়, তাহারা বলেন আজও উন্নতি হলো না, বর্ষা আসলেই আমাদের বহু বই নষ্ট হয়ে যায়। কিন্তু করার কিছু নেই, প্রশাসনের লোকজন দেখেও চুপ।
গিরিশ পার্ক, কলেজস্ট্রিট, কলাতলা, আমারস্টীট, মহাত্মা গান্ধী রোড, পার্ক স্টীট, প্রভৃতি এলাকা জলে প্লাবন। অফিস যাত্রী ছুটিতে আটকে পড়েছেন এই সকল এলাকায়, কেউ কেউ বেশি ভাড়া দিয়ে ভ্যানে করে পার হচ্ছেন এমনই চিত্র পাওয়া গেল।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা