মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ২০/০৮/২০২৪ ইং
সিরাজগঞ্জ: শাহজাদপুরে মানবতার চেতনায় উদ্ভাসিত গণতান্ত্রিক এক দেশের প্রত্যাশা নিয়ে শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতি অনুরাগী, সাংবাদিক ও ছাত্র-জনতার অংশ গ্রহণে মুক্তির মিছিল ও শহিদ স্বরণে আলোক প্রজ্বালন করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট বিকেল ৫টায় শাহজাদপুর প্রেসক্লাব থেকে মুক্তির মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়। মিছিলে শাহজাদপুরের শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতি অনুরাগী, সাংবাদিক, ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করে। পরে শহিদ মিনার প্রাঙ্গণে বিবর্তন নাট্য গোষ্ঠীর পরিচালক কাজী শওকত এর সঞ্চালনায় আলোচনা, আবৃত্তি, গান ও শহিদদের স্বরণে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদ এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রঞ্জু, নর্থবেঙ্গল স্কলার একাডেমির চেয়ারম্যান আ. রকিব রুমি, শাহজাদপুর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক লাভলু খান, রেখায়ণ আর্ট স্কুল এর পরিচালক রেজওয়ান