নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া ।
সাতকানিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২১ আগস্ট) সকালে কেরানীহাট-বান্দরবান মহাসড়কের উপজেলার কেঁওচিয়া ২নং ব্রীজ এলাকায় ১০ নং কেঁওচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে কেঁওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজপাড়া এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন এই চক্র। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা না নেওয়ার ফলে বেপরোয়া হয়ে ওঠে। স্থানীয় মিজান ও হাসান কর্তৃক সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের উপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের অতিদ্রæত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি নুরুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত সোমবার বিকেলে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজপাড়া এলাকায় ভাড়া বাসার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মাদকসেবন করার প্রতিবাদ করায় হামলার শিকার হন বলে অভিযোগ করেন সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। এ ঘটনায় স্থানীয় মিজান ও হাসানকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।