দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী চৌদ্দগ্রাম একটি ঐতিহ্যবাহী উপজেলা। প্রতিদিন মহাসড়কের চৌদ্দগ্রাম-ঢাকা রুটে স্টার লাইন পরিবহনের বাসে শত শত যাত্রী আসা-যাওয়া করে। বেশ কয়েক বছর ধরে স্টার লাইন কর্তৃপক্ষ তেলের দাম বাড়ার অজুহাতে বাড়তি ভাড়া আদায় করছে। বাড়তি ভাড়া কমানোর দাবিতে দুই সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একাধিক বৈঠক করলেও স্টার লাইন কর্তৃপক্ষ সাড়া দেয়নি। বুধবার দুপুর ১২টা থেকে ছাত্র-জনতা ঢাকা ও ফেনীমুখী স্টার লাইন বাস আটকে দেয়। ফলে বিকেলের পর ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে স্টার লাইন পরিবহনের কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভিযোগ, কুমিল্লা বিশ^রোড থেকে বিভিন্ন পরিবহনের ঢাকার বাস ভাড়া ১৮০-২০০ টাকা। চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা বিশ^রোড যেতে যমুনা পরিবহনের ভাড়া ৫০ টাকা। কিন্তু দীর্ঘ বছর ধরে চৌদ্দগ্রাম-ঢাকা রুটে স্টার লাইন পরিবহনের ভাড়া নন এসি ৩৮০ টাকা ও এসি ৪২০ টাকা করে আদায় করে আসছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণবিপ্লবে সরকারের পটপরিবর্তনের পর চৌদ্দগ্রামের বৈষম্যবিরোধী ছাত্ররা স্টার লাইন পরিবহনের বাস ভাড়া কমানোর দাবিতে পরিবহনের মালিক, ফেনী কাউন্টার ও চৌদ্দগ্রাম কাউন্টারের সাথে বেশ কয়েকবার বৈঠক করে। মঙ্গলবার সন্ধ্যায় পরিবহনের স্টার লাইন পরিবহনের দুই পরিচালক চৌদ্দগ্রাম বাজারে ছাত্র-জনতার প্রতিনিধিদের সাথে বৈঠক করে। রাতে ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত জানালেও কর্তৃপক্ষ ভাড়া কমাতে পারবে না বলে জানিয়ে দেয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার দুপুর থেকে স্টার লাইন পরিবহনের বাস আটকে দেয়ার ঘোষণা দেয়। দুপুর থেকেই ছাত্র-জনতা একত্রিত হয়ে ঢাকামুখী বাসগুলো থেকে যাত্রীদের সুন্দরভাবে নামিয়ে অন্য বাসে তুলে দেয়। এরপর ১১টি বাস আটকে রাখে ছাত্ররা। সন্ধ্যায় স্টার লাইন পরিবহনের চৌদ্দগ্রাম বাজার কাউন্টারের দুইজন লাইনম্যান এসে ছাত্রদের সাথে কথা বলে আটকে দেয়া বাসগুলো ফেনীতে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার ছাত্রদের সাথে বৈঠক করবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু দাবি, বৈঠক নয়-ভাড়া কমিয়ে ঘোষণা দিলেই আন্দোলন বন্ধ হবে। নতুবা বৃহস্পতিবার থেকে স্টার লাইন পরিবহনের কোন বাস চৌদ্দগ্রাম বাজারের উপর দিয়ে ঢাকা বা ঢাকা থেকে ফেনী যেতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ছাত্রদের দাবির সাথে একমত পোষণ করেন চৌদ্দগ্রামের আপামর জনতা।
এ ব্যাপারে বুধবার বিকেলে স্টার লাইন পরিবহনের পরিচালক জাফর উদ্দিন বলেন, ‘ছাত্রদের সাথে কয়েকবার বৈঠক হয়েছে। ভাড়া কমানোর জন্য আমাদেরকে সময় দিতে হবে। জাতীয়ভাবে তেলের দাম কমে গেলেই ভাড়া কমে যাবে। তবে ছাত্রদের সাথে পর পর বৈঠকের সম্মানটুকু রাখছেন কি না এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান’।