মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে মাহানপুর গ্রামের, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস হলরুমে, গুড নেইবারস বীরগঞ্জ সিডিপির আয়োজনে আলোচনা সভা ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে ৫০ জন শিক্ষার্থীকে প্রদান করা হয়।
২২আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ, সিডিপির এডমিন কর্মকর্তা আসিকুর রহমান । অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডিপির এস এ সাপোটার কৃষ্ণ রায়, সেচ্ছাসেবী লিডার সামিরা আক্তার সহ আরো অনেকে।