মোঃ শাহাবুদ্দিন সেলিম
স্টাফ রিপোর্টার
র্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন এলাকা থেকে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায়
গত ২১ আগষ্ট ২০২৪ইং বিকাল ০৫.৩০ ঘটিকায় র্যাব-১২’র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চরহামকুড়িয়া গ্রামস্থ সিরাজগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কের উপরএকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০৫টি মোবাইল ফোন এবং নগদ ১০,৫২৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ মাইনুল ইসলাম (২৯), পিতা-মোঃ বাবর আলী, সাং-রড়মত্তপাড়া, ২। মোঃ ফারুক হোসেন (২৮), পিতা-আব্দুল গফফার আলী, সাং-বেজোড়া, এবং ৩। মোঃ জুবাইর ইসলাম (২০), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-কর্ণহার, সর্ব থানা-কর্ণহার, জেলা-রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।