মোস্তাক আহমেদ ( বাবু) রংপুর
রংপুরের পীরগাছায় আবারো উত্তাল বৈষম বিরোধী ছাত্র জনতার আন্দোলন অদ্য ২২/ ০৮/ ২০২৪ইং তারিখ জে এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গেটের সামন থেকে দুপুর অনুমান ১৩,১৫ ঘটিকার সময়,বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র-ছাত্রীরা মিছিলটি জে এন উচ্চ বিদ্যালয় গেটের সামন থেকে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন।
উল্লেখ্য যে,পীরগাছা উপজেলা পরিষদ চত্বর ঘুরে ইউনিয়ন পরিষদ মোড় হয়ে শাপলা চত্বর দিয়ে পীরগাছা কলেজ মাঠে প্রবেশ করেন। ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দিতে থাকেন ছাত্র-ছাত্রীরা । একপর্যায়ে বিক্ষোভ মিছিলটি পীরগাছা কলেজ হয়ে শাপলা চত্বর দিয়ে রেলস্টেশন হয়ে পুনরায় জে এন স্কুল গেটের সামনে গিয়ে দুপুর অনুমান ২,০০ ঘটিকার সময় শান্তিপূর্ণ ভাবে শেষ হয় ।
এ ব্যাপারে,রংপুরের পীরগাছা উপজেলা ছাত্র জনতার এই বিক্ষোভ মিছিলেটি ভারতের উদ্দেশ্যে । কারণ ভারতের দাদাগিরি চলবে না,চলবে না,এই স্লোগানে মুখরত হয়েছে আজ পীরগাছার ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল। অংশ নিয়েছে প্রায় অসংখ্যা ছাত্র জনতা ।