মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারস্থ মান্নান সুপার মার্কেটে বাগাতিপাড়া উপজেলায় কর্মরত মুক্তার হোসেন নামের এক সাংবাদিক ও তাঁর ছোট ভাই আব্দুল হান্নানকে হামলা করে মারপিট করে অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট আলাউদ্দিন এ ঘটনায় বৃহস্পতিবার(২২শে আগষ্ট-২৪)সকালে নাটোর আদালতে সাংবাদিক মুক্তার হোসেন বাদী হয়ে বাগাতিপাড়া আমলী আদালতে দঃ বিধির ৩২৩/৩০৭/৩৫৫/৩৫১/৫০৬/৫০৬(।।)ধারায় একটি মামলা দায়ের করেছেন।মামলাটি মাননীয় আমলী আদালতের বিচারক তাৎক্ষনিক আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)নাটোর কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী।উক্ত আদালতে বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নাটোর জেলা জজ আদালতের এপিপি,ও নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এবং দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ।
উল্লেখ্য যে,গত(১৬ই আগষ্ট-২৪) সকালে বাগাতিপাড়া উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক ও নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুক্তার হোসেন তাঁর ছোট ভাইকে নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার পথে দয়ারামপুর বাজারে পৌঁছালে তাদের উপর হামলা করে মারপিট করে অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট আলাউদ্দিন।
এরই ধারাবাহিকতায় ১৮ই আগষ্ট-২৪ তারিখে সংবাদ কর্মীরা সরজমিনে গিয়ে স্হানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পায়।সেই সাথে ঐ মার্কেটে লাগানো সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হয়।এবং সেই তথ্যের ভিত্তিতে জাতীয় পত্রিকা সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মুক্তার হোসেন সংবাদ কর্মীদের বলেন,আমি সাংবাদিকতার পাশাপাশি দয়ারামপুর বাজারে মাইক সার্ভিস ও ডেকোরেটর এর ব্যাবসা করি।ঐ দিনের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা সহ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে আমার সাংবাদিকতা ও ব্যবসা প্রতিষ্ঠানের মানহানি ঘটেছে।যা ৫ কোটি টাকার বিনিময়েও মান-সন্মান ফিরে পাওয়া সম্ভব না।তিনি আরও বলেন আমি আদালতে মামলা দায়ের করেছি,আসামির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।