মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড, গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সিন্দুকছড়ি জোন।
এরই ধারাবাহিকতায় (২২ আগস্ট) বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোনের দায়িত্ব পুর্ণ এলাকার তিনটহরিতে বন্যা কবলিত মানুষদের মাঝে বিষেশ মানবিক সহায়তা স্বরুপ নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আটা, তৈল, বিষ্কুট, খাবার স্যালাইন সহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ত্রাণ সামগ্রী প্রদান করেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি।
এসময় তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য, বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও আমাদের এধারা অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আার্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।