ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
বাড়িতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড মামলার আসামি ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে মামলার আসামি সাবেক মেয়রকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। সেই সাথে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেন।
বুধবার (২১ আগস্ট) ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করে সদর উপজেলার আরাজী পাইকপাড়ার মফিজ উদ্দীনের ছেলে জাকির হোসেন।
এ মামলায় অন্য আসামিরা হলেন- ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমিন, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, পৌর যুবলীগ নেতা সোহেল, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহাগ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, পৌরসভার কাউন্সিলর একরামুদৌল্লা সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি আকরাম, পৌরসভার কাউন্সিলর জমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুক্তা সরকার, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান গুড্ডুসহ ৭৭ জন।
এ বিষয়ে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, আসামিকে আদালতের মধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।