ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে একটি হত্যা মামলায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা থানাপাড়ার একটি বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। আটকের পর আঞ্জুমান আরা বেগম বন্যাকে বোদা থানা থেকে ঠাকুরগাঁও থানায় প্রেরণ করা হয়।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে বোদা থানাপাড়া থেকে ঠাকুরগাঁও পৌরসভার মেয়রকে আটক করা হয়।বৃহস্পতিবার ২২ আগস্ট)সকালে তাকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজত এ প্রেরণ করেন।আগামী রবিবার রিমান্ড এর শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যা।
তবে এর আগে একাধিকবার ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করলে সামান্য ভোট পেয়ে জামানত খোয়ান তিনি। মেয়র হওয়ার মাত্র দেড় বছরের মাথায় কোটি টাকায় ছয়তলা বাড়ি নির্মাণ করেন তিনি। অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের লাঞ্ছিতও করেন তিনি। মেয়রের সীমাহীন দুর্নীতির কারণে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেছেন কাউন্সিলররা।