ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে সিহাব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। ২২ আগষ্ট বৃহস্পতিবার পৌর শহরের টাঙ্গন ব্রীজের নিচে গোসল করতে নেমে এ দুঘটনা ঘটে। সে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার সুমন সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিহাব তার এক বন্ধু সহ টাঙ্গন ব্রীজের উত্তর পাশে নদীতে দুপুরের দিকে গোসল করতে নামে। এ সময় দুজনেই পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে তাদের মধ্যে একজনকে স্রোতে ভেসে নদীর ধারে যেতে দেখলেও সিহাবকে দেখতে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাখানিক চেষ্টার পর সিহাবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর মো: মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।