মিলন হেমব্রম, নিজস্ব প্রতিবেদকঃ
বর্তমানে দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন জেলায় আদিবাসীদের উপর হুমকি, হামলা, নির্যাতন, ভূমি দখল, অগ্নি সংযোগ, লুটপাট প্রভৃতি অন্যায় ও অবিচার হতে উত্তরণে আদিবাসীদের করণীয় সম্পর্কে মতবিনিময় সভা আজ ২৩/০৮/২৪ খ্রি তারিখ শুক্রবার বেলা ১১:০০ ঘটিকায় রাজশাহীর তানোর ভীমপাড়া মোহনপুরে অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গন্যমাণ্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং ভুক্তভোগীসহ শতাধিক আদিবাসীরা উপস্থিত হয়। মতবিনিময় সভায় বর্তমান সময়ের বিভিন্ন দিক উঠে আসে এবং ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে ঘটিত অন্যায় সম্পর্কে বর্ণনা করেন। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপর অন্যায় অবিচারের বিরুদ্ধে সকল আদিবাসীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু, সভাপতি হিংগু মুরমু, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক প্রদীপ হেমব্রম, মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক সুনিল কুমার মাঝি, তানোর থানা পারগানা রমেশ মুরমু, ফিলিপ হেমব্রম প্রমুখ।