মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৩শে আগস্ট ২০২৪ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় মোলাম গাড়ি বাজার চত্বরে জিন্দাপাপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্তার ইয়াকুব আলী ফকিরের
সভাপতিত্বে সকল বর্ণের সবাই মিলে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে সম্প্রীতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। জিন্দাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোফাক খাইরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুর জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মওদুদ আলম ও যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু। কালাইপৌর বিএনপির আহবায়ক সোহেল তালুকদার,যুগ্ন আহবায়ক আব্দুল আলিম। জিন্দাপুর ইউনিয়ন বিএনপির বায়ক কমিটির সদস্য সাজ্জাদুল বাড়ি দুলাল। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সকল বক্তার বক্তব্য ছিল সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করা এবং কোন ধর্মের মানুষেরই ক্ষতি না করা,
আপদে ও বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কথা বলেন এবং আরো বলেন বিএনপির দল মানুষের উপকারের জন্য ছুটে যান। এ সময় ইউনিয়ন বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।