আজ ২৪ শে আগস্ট শনিবার, ঠিক দুপুর ১:৩০ টায়, কলেজ স্ট্রিট এর বিদ্যাসাগরের মূর্তি ও ক্যালকাটা ইউনিভার্সিটি সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল,সংবিধান হাতে নিয়ে ধর্মতলা পর্যন্ত করলেন।
বিভিন্ন জেলা থেকে ল কলেজের ছাত্র ছাত্রীরা এই মিছিলে পা মেলান তার সাথে সাথে ছিলেন আইনজীবীরা, সংবিধানের বই, তাদের দাবি সংবিধান বাঁচাও, দোষীরা শাস্তি পাক, শাস্তি দিতে হবে, যে সকল দোষীরা সরকারি হসপিটালের মধ্যে এই ধরনের নৃশংস কান্ড ঘটিয়েছে তাহাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, কোন টালবাহানা নয়, আই আজ তারা সংবিধান হাতে নিয়ে, সংবিধানকে রক্ষা করতে আন্দোলনে নেমেছেন।
মিছিল শুরু হওয়ার সাথে সাথেই নেমে আসে অন্ধকার করে বৃষ্টি, কিন্তু কেউ এতটুকু পিছুপা হননি, প্রচন্ড বৃষ্টিতেই পুলিশি পাহারায় তারা দিদির শাস্তির দাবি নিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন।
একটি সুন্দর ক্যাপসান তুলে ধরেছেন,.... তিলোওমার রক্ত চোখ, সবার চোখে আগুন হোক।
ঘরের লক্ষ্মী রেট হয় না, ঘরের লক্ষী ঘরেই থাকে।
তারা বলেন তাদের দিদি যেভাবে খুন হয়েছে , বাংলার মানুষ আজ আতঙ্কিত, আমরা দিদির পাশে আছি যতদিন না বিচার হবে দোষীরা শাস্তি পাবে। প্রায় 200 থেকে আড়াইশো ল স্টুডেন্ট ও আইনজীবী এই মিছিলে পা মেলান। আজ একের পর এক মিছিলে ও বৃষ্টিতে কলেজ স্ট্রিট লণ্ডভণ্ড। গাড়ি ঘরা জ্যামে।
রিপোর্টার, সমরেশ রায় ও সম্পা দাস কলকাতা