আজ ২৪ শে আগস্ট শনিবার, ঠিক বিকেল চারটায়, কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ও জলের মধ্যে প্রতিবাদের ঝড়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের।
সবার মুখে একটাই দাবি তিলোত্তমার বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কোন বাহানা নয়। আমাদের নিরাপত্তা চাই, যতদিন না সঠিক বিচার ও দোষীরা শাস্তি না পাবে এবং আমাদের নিরাপত্তা না হবে এ আন্দোলন চলবে। দোষীদের আড়াল করা চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।
এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ও জলের মধ্যে দিয়ে কয়েকশো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদের ঝড় তুললেন, এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল এম জি রোড ধরে শিয়ালদা পর্যন্ত যান।
একজন কর্মপরায়ণ চিকিৎসক ছাত্রীকে যেভাবে ডিউটিরত খুন করা হয়েছে এটা আমাদের বাংলার লজ্জা, যারা মানুষের প্রাণ বাঁচায়, যারা আপদে-বিপদে পাশে থাকেন, তাদেরকে এভাবে খুন করা হলো, এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না, আমরা সেই তিলওমার পাশে আছি, দোষীদের আড়াল করা চলবে না, আজ সারা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে, পরিবারের লোকজন পথে নেমেছে, এই ঘটনায় সবাই আতঙ্কিত, সবার বাড়িতে ছেলে-মেয়ে আছে। তাই অবিলম্বে সমস্ত সরকারি জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।, আর কেন এত টালবাহানা, কেন আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আমরা তা হতে দেব না, আমাদের ঘরের মেয়েকে বোনকে যারা নৃশংসভাবে খুন করেছে, সেই খুনিদের শাস্তি যতদিন না হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং ১৪ই আগস্ট যারা হামলা চালিয়েছে তাদের কেউ চিহ্নিত করতে হবে।
যারা শাস্তির দাবিতে আন্দোলন করছে, প্রশাসন তাদের উপর হয়রানি করছে, ডেকে পাঠাচ্ছেন, অথচ সঠিক দোষী ধরা পড়ছে না। এর সুবিচার চাই। যতই ভয় দেখাক আমরা ভীত নয়, এলড়াই চলবে ।
একটি সুন্দর ক্যাপশন এর মধ্য দিয়ে, তুলে ধরলেন মেয়েটির আর্তনাদ..... সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়, নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়?
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা