শাহজালাল ভুঁইয়া সজীব
স্টাফ রিপোর্টার
তদন্ত কমিটিকে বাঁধা: মাল্টি সিকিউরিটিজে বিএসইসির ৮ নিষেধাজ্ঞা জারি পদত্যাগ করেছেন সিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকরা বিএসইসির দুই কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন ইসলামী ব্যাংকের ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন বেক্সিমকো-সামিটসহ ৫ গ্রুপের মালিকদের তথ্য চেয়ে চিঠি ঢাকা স্টক এক্সচেঞ্জের ৫ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ শিবলী-হিরুসহ ১১ জনের বিও হিসাব স্থগিত দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে বিএসইসির কমিটি এস আলমদের সব শেয়ার সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে: গভর্নর
Home বীমা
বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিচ্ছেন আলফা ইসলামী লাইফের কর্মকর্তারা
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: দেশেন বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন বন্যা কবলিত মানুষের সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) বীমা কোম্পানিটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা এমরান হোসাইন বিজনেস প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে আমাদের কোম্পানির সকল কর্মকর্তারা একদিনের বেতন দিয়েছেন।
আলফা ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি বলেন, দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীতে বন্যায় যে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুরণ করা সম্ভব নয়। মহান আল্লাহ ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন।
তিনি বলেন, আলফা ইসলামী লাইফ যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। তারই অংশ হিসেবে বিগত কয়েকদিনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় আমাদের কোম্পানির কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। এতে দুর্গত মানুষের কিছুটা হলেও উপকারে আসবে।
উল্লেখ, ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ১২ জেলায় বন্যা হচ্ছে। প্রবল বন্যায় অন্তত ১৮ জন মারা গেছেন। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ।