বরিশাল প্রতিনিধি ।
ঢাকা বরিশাল মহাসড়কের মাহিলারা নামক স্থানে যমুনা পরিবহনের ধাক্কায় মাহেন্দ্র গাড়ির আনুমানিক ২ জন নিহত ও গুরতর আহত হয়েছে অন্তত ৭ জন, ঘাতক গাড়িটিকে গৌরনদী বাসস্টেশনে ড্রাইভার সহ আটক করেছে স্থানীয় জনতা।
যাত্রীবাহি পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় গুরুত্বর আহত ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা গৌরনদী হাইওয়ে থানার এসআই জামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সাথে বিপরিতদিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানিয়েছেন, নিহত পরিবহন যাত্রী সুমি আক্তার (৩০) ও তার শিশু ছেলে আজমাইনের (৪) লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি আহত মাহিন্দ্রার যাত্রীদের উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে পরে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনার পর পরই দূর্ঘটনাকবলিত দুটি যান আটক করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী।