মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ি জেলার গুইমারায় ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপুর্ন এলাকায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করে সেনাবাহিনী।
রবিবার (২৫ আগস্ট) ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন মোঃ মাহবুবুল বারীর নেতৃত্বে অভিযান চালিয়ে দিয়া প্রশণ ত্রিপুরা নামের এক জনকে অস্ত্র, গুলি সহ আটক করা হয় ।
জানা যায় দিয়া প্রশণ ত্রিপুরা হাফছড়ি ইউনিয়নের, তৈকর্মা ত্রিপুরা পাড়ার বাসিন্দা।
সেনাবাহিনী সুত্র জানা যায়, দিয়া প্রশণ ত্রিপুরা ইউপিডিএফ (মুল) দলের সদস্য।
দিয়ার হেফাজতে থাকা একটি দেশিয় তৈরি অস্ত্র শর্টগান, দুই রাউন্ড গুলি/ এ্যামোনিশন, তিনটি মোবাইল, একটি মটরসাইকেল, একটি দা, একটি টোল আদায়ের বই,একটি ইউপিডিএফ(মুল)দলের ইউনিফর্মের টুপি উদ্ধার পূর্বক দিয়াকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।
আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।