হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ও গত ৫ আগষ্ট সরকার পতনের মূল্যায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় উপজেলার ফয়লাহাট কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, মো. লুৎফর রহমান মোড়ল, আলতাফ হোসেন বাবু, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির তরফদার এনামুল হক প্রিন্স, গৌরম্ভা ইউনিয়নে মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, আমিনুল হক কুটি,
বাইনতলা ইউনিয়ন বিএনপির মো. জিল্লুর রহমান, তালুকদার বদিউজ্জামান মিনা, বাশতলী ইউনিয়ন বিএনপির আব্দুল্লাহ আজমি, পেড়িখালী ইউনিয়ন বিএনপির শেখ মোতাহার আলী, উজলকুড় ইউনিয়ন বিএনপির আব্বাস আলী, হুড়কা ইউনিয়ন বিএনপির হাওলাদার বাবুল হোসেন, রামপাল সদর বিএনপির ইমতিয়াজ হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো. সাইদুর রহমান সাইদ, রামপাল সদরের মনিরুজ্জামান মনি, রাজনগর ইউনিয়ন বিএনপি গোপিনাথ ঘোষ, উপজেলা তাতিদলের আহবায়ক সরদার বাকী বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এস, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ।
সভায় গত ৫ আগষ্ট ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে সবার সহযোগীতা থাকায় ধন্যবাদ জানানো হয়। কোন আওয়ামীলীগের লোক বিএনপির ধারেকাছেও না ঘেষতে পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানানো হয়। সুযোগ পেয়ে কতিপয় দূর্বৃতরা ঘের দখল করেছে। তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপির আগামী প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সবার সরব উপস্থিতি এবং সদরে পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।