বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে দিন দিন বৃদ্বি পেয়েই যাচ্ছে চুরি ডাকাতি। গত ৫ ই আগস্ট আওয়ামী সরকার পতনের পরেই বাকেরগঞ্জে নানা ধরনের অস্থীরতা দেখা দিয়েছে । এর মধ্যো অনেক যায়গায় চুরি, ডাকাতি, লুট, এবং সন্ত্রাসী কর্মকান্ড ঘটছে।
এবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাহাদুরপুর গ্রামের মৃত মো: মকিম আলী খানের ছেলে ফয়সাল খানের বাসভবনে দুর্ধর্ষ চুরি হয়েছে। ফয়সাল খান বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি।
শবিবার (২৪ আগস্ট) ফয়সাল খানের বাসভবনে কেউ না থাকার সুযোগে গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। চোর প্রথমে বাসভবনের পিছনের ব্যালকনির গিরিল কেটে একটি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় চোরচক্র ঘরে থাকা একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, তিনটি আইফোনসহ ৮ ভরী স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮১ হাজার টাকা এবং বাসায় থাকা জরুরী কাগজপত্র নিয়ে যায়।
এলাকাবাসি জানান বেস কিছুদিন যাবৎ চোর ডাকাতের আতঙ্ক বেড়েছে আমরা সাধারন জনগন রাতে ও দিনে বেস উদ্ভিগ্ন থাকি। প্রসাসনের প্রতি তারা চোর নির্মুলের জোর দাবী জানায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আফজাল হোসেন বলেন, শনিবার দিনগত গভীর রাতে ঘর খালি থাকায় বাড়ির পিছনের গ্রীল কেটে ভেতরে চোর প্রবেশ করে চুরি করেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। চোর শনাক্ত করতে পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।