বরিশাল প্রতিনিধি
এম শফিকুল ইসলামঃ
ঢাকায় সচিবলায় এর সামনে সারাদিন ব্যাপি আনসার বাহিনীর সদস্যগন তাদের চুক্তিভিত্তিক চাকুরি সরকারি করার দাবীতে আন্দলন করে আসছিলো। কিন্তু সরকার এ দাবী মেনে নিয়ে তাদের কিছুটা আসস্ত করেন । বলেন আপনারা এখন সচিবলায় রাস্তা ছেরে যান আপনাদের দাবী পরবর্তিতে মেনে নেয়া হবে।
কিন্তু রাত হতেই তারা সচিবলায় গেরাও করে এবং সচিবদের জিম্মি করে। এক পর্যায় তারা সচিবলায়ের আসাপাশে ভাংচুর চালায় এবং শিক্ষার্থীদের মারধর করে।
এরই প্রেক্ষিতে সরকারি ব্রজমোহন কলেজের সাধারন শিক্ষার্থীরা বরিশাল জেলা আনসার কমান্ড কার্যালয় গেরাও করে এবং তিব্র বিক্ষভ ও প্রতিবাদ করেন।
বি এম কলেজের বৈসম্য বিরোধী ছাত্র আন্দলনের একজন মোঃ রিয়াজ ( রাষ্ট্রবিজ্ঞান ১৮-১৯) বলেন, কিছুক্ষণ আগে আমরা বিএম কলেজ শিক্ষার্থীরা বরিশাল আনসার ক্যাম্প ঘেরাও করি। পরবর্তীতে তারা এসে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। এরপর আমরা ক্যাম্পাসে চলে আসছি।
এর আগে ঢাকায় সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয়। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী।
মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন।
সেখানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।