মোঃ রবিউল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য যোগদান এবং আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট, রবিবার বিকেল ৪ টায় বিরামপুর পুরাতন বাজারে অবস্থিত এবি পার্টির জেলা কার্যালয়ের সামনে নতুন সদস্যদের যোগদান এবং সমাবেশ শেষে দলটির নিবন্ধন পাওয়ায় এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় এবি পার্টি ও অঙ্গ-সংগঠন যুব পার্টি, শ্রমিক পার্টিতে ২৬ জন নতুন সদস্য যোগদান করেন এবং ছাত্রপক্ষে প্রায় ১৫ জন ছাত্র যোগদান করেন।
যোগদান অনুষ্ঠান এবং আনন্দ র্যালিতে এবি পার্টির দিনাজপুর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, যুগ্ন আহবায়ক গোলাম সারওয়ার, তাইজুল ইসলাম দুলাল, সাংগঠনিক সচিব আনোয়ার হোসেন, অর্থ সচিব সাইদুর রহমান সুমন, সহকারী সদস্য সচিব হাদিসুর রহমান, সামিউল আলম, নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব ওয়াহেদুজ্জামান, কেন্দ্রীয় এবি যুব পার্টির সদস্য মনিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ বলেন, এবি পার্টিকে জেলা থেকে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। সব জায়গায় এবি পার্টির ঘাঁটি তৈরি করতে হবে। রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে এবি পার্টি সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।
বক্তারা আরো বলেন, আজকে বাংলাদেশের সব জায়গায় অরাজকতা চলছে। আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।