মোঃ মিনারুল ইসলাম: স্টাফ রিপোর্টার:
গাবতলী গুরটুপ নগর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার, সহকারি সুপার, আইটিসি শিক্ষক ও অফিস সহকারি চারজনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা তিন দিনব্যাপী পাঁচমাইল এলাকাসহ অত্র মাদ্রাসায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন মাদ্রাসার সুপার আব্দুর রহমান, সহকারি সুপার আমজাদ হোসেন, আইসিটি শিক্ষক আব্দুস সালাম ও অফিস সহকারি নজরুল ইসলাম,শিক্ষার্থীদের দাবি শিক্ষকরা ছাত্রদের সাথে অসদ আচরণ উপবৃত্তির নামে টাকা আত্মসাৎ শিক্ষক নিয়োগের নামে টাকা আত্মসাৎসহ ব্যাপক অনিয়ম, দুর্নীতির ঘটনা ঘটিয়েছে। এ সব প্রতিকারে ছাত্র সমাজ আজ জেগে উঠেছে।
এই মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আন্দোলনকারী ছাত্র মোহাম্মদ সুমন মিয়া, মোছাম্মৎ রিয়া মনি,ইভা খাতুন ও রাকিব মিয়া,
বক্তারা বলেন যতক্ষণ পর্যন্ত ওই চারজন শিক্ষক কর্মচারী পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম ও মানববন্ধন কর্মসূচি রাজপথে চলবে।