মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ
তারিখ : ২৬/০৮/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার রুববাটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঁখি খাতুন (৪২) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গতকাল রোববার উপজেলা রূপবাটি ইউনিয়নের চয়রা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখি খাতুন বিদ্যালয়ে যাবার আগে বাথরুমে প্রবেশ করেন। এ সময় বাথরুমের ভিতরে একটি তারে জড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। এদিন দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল ছালেক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন নিহতের বাড়িতে যান। এবং গভীর শোক জানান।