মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল না দেওয়ায় এক মাদ্রাসা ছাত্রের আত্নহত্যা।
আজ সোমবার (২৬ আগস্ট) আনুমানিক সকাল আট ঘটিকার সময় উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই কিশোর সোনাহাট আল কারিম ইসলামি একাডেমির ছাত্র। সে উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোর এলাকার সাজল মিয়ার পুত্র সোহাগ (১০) । সাজল মিয়ার একজন ভ্যান চালক।
এ বিষয়ে পরিবারের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, নিহত কিশোর একজন মাদ্রাসা ছাত্র। তার মোবাইলের প্রতি খুব আসক্তি ছিলো। আজ সকালে তার বাবা মোবাইল ফোন লুকিয়ে রেখে কাজে যায়। সে মোবাইল না পেয়ে রুমে ঠুকে কান্নাকাটি করে একপর্যায়ে গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।